বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
ফেসবুকে হঠাৎ ভাইরাল ‘কমলার বনবাস’
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৬:০৬ PM আপডেট: ০৬.১১.২০২৪ ৬:১৫ PM
মুক্তির প্রায় তিন দশক পর হঠাৎ ‘কমলার বনবাস’ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। 

‘কমলার বনবাস’ চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ফিরোজ আল মামুন। এতে আনোয়ার শরীফ, রেবেকা, নাসির খানসহ আরও অনেকে অভিনয় করেছেন। 

কলকাতায় একই নামে আরেকটি ছবি নির্মাণ করেছেন পরিচালক স্বপন সাহা। এতে তাপস পাল, শতাব্দী রায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।

শুধু সিনেমা নয়, কমলার বনবাস নিয়ে বহু যাত্রাপালাও হয়েছে। বিশেষ করে গ্রামের দর্শকের মাঝে কমলা চরিত্রটি তুমুল জনপ্রিয়।

হঠাৎ করে ছবিটি নিয়ে এত চর্চা কেন? তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেসবুকে কেউ কেউ ইঙ্গিত করছেন, মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের সমূহ ভরাডুবিকে প্রতীকীভাবে ‘কমলার বনবাস’–এর সঙ্গে তুলনা করা হচ্ছে।
কলকাতায় নির্মিত ‘কমলার বনবাস’ সিনেমার পোস্টার

কলকাতায় নির্মিত ‘কমলার বনবাস’ সিনেমার পোস্টার

বুধবার দুপুরের পর থেকে ফেসবুকে ‘কমলার বনবাস’ ছবির পোস্টার শেয়ার করছেন অনেকে। এছাড়া কেউ কেউ ফেসবুক পোস্টে ছবির নাম লিখেছেন।

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহসহ আরও অনেকে ফেসবুক পোস্টে লিখেছেন- ‘কমলার বনবাস’, সঙ্গে দুঃখের ইমোজি জুড়ে দিয়েছেন। সেই পোস্টে ৩ হাজারের এরও বেশি রিঅ্যাকশন এসেছে। সাড়ে তিনশ'র বেশি মন্তব্য এসেছে।

বাংলাদেশী নেটিজনদের মাঝে দেখা গেছে, ফেসবুকে প্রায় ১০ হাজারেরও বেশিবার ‘কমলার বনবাস’ শব্দটি নিয়ে আলোচনা চলছে। বর্তমানে ফেসবুকে ‘কমলার বনবাস’ নামটি ‘Popular Now’ হিসেবে দেখাচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত