বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
রাউজানের গিয়াস উদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়: বিএনপির শোকজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৭:৪৭ PM আপডেট: ০৬.১১.২০২৪ ৮:২১ PM
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং  রাউজান উপজেলার বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় বিএনপি। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত কেন্দ্র থেকে এ কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

তার বিরুদ্ধে রাউজানে আধিপত্য বিস্তার, ব্যাপক হারে চাঁদাবাজি, প্রবাসীদের বাড়ি পুড়িয়ে দেওয়া, কমিটি গঠনে বাধা সৃষ্টি এবং সন্ত্রাসী ভাড়া করে সীতাকুণ্ড ও রাউজানসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে গিয়াস কাদের চৌধুরীকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আপনার বিরুদ্ধে আবেদনের প্রেক্ষিতে দল কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নিম্নলিখিত অভিযোগ সমূহ উল্লেখ করা হলোঃ

ক) এলাকায় দলমত নির্বিশেষে ধনী ব্যবসায়ীর তালিকা করে কোটি কোটি টাকা চাঁদা আদায়।

খ) ওমানে বসবাসরত সিআইপি ব্যবসায়ী ইয়াসিন এর কাছ থেকে দেড় কোটি টাকা চাঁদা দাবী, চাঁদা না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ইয়াসিন এর রাউজানের বাড়ী পুড়িয়ে দেয়া।

গ) সিআইপি ব্যবসায়ী মোঃ ফোরকান এর কাছে এক কোটি টাকা চাঁদা দাবী করে না পেয়ে সন্ত্রাসীদের দিয়ে ফোরকানকে নির্মম শারীরিক নির্যাতন, আপনার সন্ত্রাসীরা দোকান, ব্যবসা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থানরত রাউজানের ব্যবসায়ীদের ওপর ঢালাও চাঁদাবাজীর মাধ্যমে এলাকাকে আতঙ্কের জনপদে পরিণত করা।

ঘ) স্বঘোষিত কমিটি ঘোষনা করার বিষয়ে প্রশ্ন করা হলে আপনি ঔদ্ধত্য প্রকাশ করে বলেন, রাউজান কমিটি গঠন করতে কারোর প্রয়োজন নেই, আমার এলাকা আমি করবো। এ ধরণের বক্তব্য মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বের প্রতি চরম অনাস্থা ও ধৃষ্টতা।

ঙ) দীর্ঘ ৬ বছর বিদেশে থেকে নতুন সরকারের শুরুতে দেশে এসে দেশ-বিদেশের সন্ত্রাসীদের ভাড়া করে রাউজানে আপনি অস্থিরতা ও মারাত্মক আতঙ্ক তৈরি করেছেন- যা রাঙ্গুনিয়া, সীতাকুন্ডসহ উত্তরের অন্যান্য নির্বাচনী এলাকায় বিরুপ প্রভাব ফেলছে।

সুতরাং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ০৩ (তিন) দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

গিয়াস উদ্দিন কাদেরকে দর্শানোর নোটিশ জারি করায় উচ্ছাস প্রকাশ করেছে রাউজান ও উত্তর জেলা বিএনপি'র নেতা-কর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর জেলা বিএনপি''র শীর্ষ একাধিক নেতা বাংলাদেশ বুলেটিনকে বলেন, গত ১৭ বছরে ফজলে করিম যা করেনি কয়েক মাসে গিয়াস উদ্দিব কাদের তার চেয়েও বেশী অন্যায়, অত্যাচার ও নিপিড়ন করেছে৷ এমন কোন দিন নেই যে রাউজানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে হানাহানির ঘটনা ঘটছেনা৷ আর এসবের মূলহোতা গিয়াস উদ্দিন৷ তাকে অবিলম্বে বহিষ্কার করা না হলে সংগঠনের চেইন অব কমান্ড হুমকির মুখে পড়বে বলেও মন্তব্য করেন এসব বিএনপি নেতারা৷ 

এদিকে গিয়াস উদ্দিন কাদেরের বিরুদ্ধে ৫ আগস্টের পর রাউজানে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সংখ্যালঘুদের ওপর নির্বিচারে হামলার অভিযোগ উঠেছে। গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রত্যক্ষ মদদে রাউজানে একটি মৌলবাদি গোষ্ঠি তৎপরতা চালাচ্ছে মর্মে অভিযোগ করছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা৷ তবে মামলা হামলার ভয়ে প্রকাশ্যে নাম পরিচয় প্রকাশ না করলেও শীঘ্রই আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে একাধিক ভূক্তভোগী৷ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত