মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
ট্রাম্প নির্বাচিত হওয়ায় আ. লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:০২ PM আপডেট: ০৭.১১.২০২৪ ৬:৪০ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের খুশি হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন।

বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের নীতি নির্ধারক এ দেশের আপামর জনতা, এ দেশের মানুষই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের ঐতিহ্য বজায় রাখবে। ডোনাল্ড ট্রাম্প বা জো-বাইডেন কিংবা ওবামারা দেশের মানুষের স্বাধীনতা-সার্বভৌমত্ব এনে দেয়ন এ দেশের মানুষই তাদের স্বাধীনতা- সার্বভৌমত্ব এনেছে। ২০২৪ এ বাংলাদেশের ছাত্র-জনতা পুনরায় সে স্বাধীনতা আবার ফিরিয়ে এনেছে। কাজেই বাংলাদেশের মানুষই তাদের ভাগ্য নির্ধারণ করবে, তাদের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করবে। অন্যকোনো সন্ত্রাসী কিংবা স্বৈরচারী সরকার সেখানে অবস্থান নিতে পারবে না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আরেকটি স্বাধীনতা অর্জিত হয়েছে। দেশকে বৈষম্যবিরোধী করার জন্য যে স্বাধীনতার অর্জনে আবু সাঈদ, মুগ্ধসহ শত শত ছাত্র-জনতা জীবন দিয়েছে। তাদের রুহের মাগফিরাত কামনা করে বলছি, রাজনৈতিক সংস্কারে বর্তমান অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করতে চাই এবং একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। যারা শোষণ নয়, গণমানুষের কথা বলবে।

সভা শেষে পৌরশহরে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত