মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
বান্ধবীর জন্মদিনের খাবার খেয়ে ১৩ ছাত্রী অসুস্থ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৫:১২ PM আপডেট: ০৭.১১.২০২৪ ৬:৪৪ PM
রাজবাড়ীতে বান্ধবীর জন্মদিন উপলক্ষে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী। 

এর মধ্যে দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চার জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। আর বাকি ৭ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজবাড়ী হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা হলেন- অন্তরা বিশ্বাস (১২), প্রীতি (১২), হিয়া খাতুন (১২), সুরভী (১৩), তৃষা (১৪)। তারা সবাই কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এছাড়াও সুমিত্রা, তন্দ্রা, জয়া ও নদী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। আঁখি (১২) ও রাফিয়া (১৩) এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাদের ফরিদপুরে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে,  বুধবার দুপুরে টিফিনের পর কালুখালীর দামুকদিয়া দূর্গাপুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ১৩ শিক্ষার্থীরা তাদের বান্ধবী স্নিগ্ধার জন্মদিন উপলক্ষে তাদের বাড়ি যায়। পরে সেখানে তারা ইলিশ-খিঁচুড়ি খান। এরপর তারা গান্ধিমারা বাজারের উত্তম সাহার দোকান থেকে কেনা কেক ও চকোবিন খান। এরপর তারা স্কুলে আসার পর একে একে অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ শিক্ষার্থীরা জানান-বান্ধবীর জন্মদিন উপলক্ষে তার দাওয়াতে তারা স্কুলের টিফিনের পর বান্ধবীর বাড়িতে যান। সেখানে তারা ইলিশ-খিঁচুড়ি খান। এরপর জন্মদিনে কেক কাটার আয়োজন না থাকায় গান্ধিমারা বাজারের একটি দোকান থেকে ৫ টাকা দামের কেক ও চকোবিন কিনে খেয়েছিল। এসময় চকোবিনের কিছু প্যাকেটে মেয়াদ ছিল না দেখার পর সেগুলো পাল্টে এনে খেয়েছে। এরপর থেকে তাদের কারও কারও মাথা ও পেট ব্যথা শুরু হয়।

অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আমাদের মেয়েরা স্কুলের টিফিনের পর বান্ধবীর জন্মদিনে তার বাড়িতে গিয়ে খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ে। এসময় তাদের কারোর পেট ব্যাথা ও কারোর মাথা ব্যাথা শুরু হয়। আমরা তখনই তাদের হাসপাতালে নিয়ে আসি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত