মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
টঙ্গীতে গ্যাস সংকট সমাধানের দাবিতে মানববন্ধন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬:২২ PM
গাজীপুরের টঙ্গীতে গ্যাস সংকট দূরীকরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে টঙ্গীর মরকুন টেক পাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় বিক্ষোভকারীরা স্থানীয় দুটি ওয়াশিং কারখানা বন্ধের দাবি জানিয়ে একটি কারখানার ফটকে তালা দেওয়ার চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ উভয়পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এলাকাবাসী জানায়, দীর্ঘ ১১ বছর যাবৎ মরকুন টেক পাড়া এলাকায় গ্যাস সংকটে ভুগছিলেন তারা। এবিষয়ে একাধিক বার তিতাস গ্যাস কতৃপক্ষের কাছে আবেদন করলেও তেমন সুফল পাওয়া যায়নি। তার উপরে আবাসিক এলাকায় দুইটি ওয়াশিং কারখানা স্থাপিত হওয়ার কারনে গ্যাস সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। এতে করে ব্যাহত হচ্ছে স্বাভাবিক রান্না কার্যক্রম। ব্যবহার না করেও প্রতিমাসে বিল পরিশোধ করতে হচ্ছে। 

এর আগে স্থানীয় সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন এলাকাবাসীর কাছ থেকে সংকট সমাধানের কথা বলে আট লক্ষ টাকা উঠিয়ে আত্মসাৎ করেছেন। কিন্তু এলাকায় কোন কাজ হয়নি। এলাকার একটি চক্র প্রতিষ্ঠান দুটি থেকে আর্থিক সুবিধা নিয়ে তিতাস কর্তৃপক্ষের যোগসাজোশে এলাকাবাসীকে বঞ্চিত করছে।

অন্তবর্তী সরকারের জ্বালানি উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তারা আরো বলেন, মরকুন এলাকার সাত থেকে আট হাজার মানুষ গ্যাস সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন অতিসত্বর এই সংকট সমাধানের দাবি জানান তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত