বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
কুয়াকাটা থেকে একাধিক মামলার আসামি ৫ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৬:৫৩ PM
পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে বরিশালের গৌরনদী পৌরসভার দুই কাউন্সিলরসহ ৫ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত রাত ৩টার দিকে কুয়াকাটার আবাসিক হোটেল জি সেভেন থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।

তিনি জানান, একাধিক মামলার আসামী হওয়ায় গৌরনদী থানা পুলিশ আমাদের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করে আজ ভোরের দিকে গৌরনদী থানায় নিয়ে গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গৌরনদী পৌর সভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সুজন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও গৌরনদী পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রোলান্ড প্রিন্স বেপারী, পৌর ছাত্রলীগের সদস্য মোঃ টিপু ও মোঃ সাকিব।

এদিকে বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া জানান, ৫ই আগষ্টের পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়। সেই সকল মামলার আসামীরা পাচ আগষ্ট থেকে পলাতক রয়েছে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় আমাদের থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালানো হয়। এসময় আবাসিক হোটেল জি সেভেনের একটি রুম থেকে তাদেরনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হামলা-ভাঙচুর ও লুটপাটসহ সন্ত্রাসী কর্মকান্ডের মোট ৬টি মামলা রয়েছে। শুক্রবার দুপুরে আসামিদের বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত