চট্টগ্রামে গত ৮ আগস্ট কয়েক দফায় পিটিয়ে ইসলাম বিটু (২৫) নামের এক যুবককে হত্যার ঘটনার মূল দুই হোতাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর খুলশী থানা৷
গত ৮ আগস্ট খুলশী থানাধীন দুই নম্বর গেট কবরস্থানের পাশে ইসলাম বিটু (২৫), পিতা- মৃত ফুল মিয়া এর লাশ উদ্ধার করা হয়। এ ব্যাপারে খুলশী থানায় মৃতের মা মোছাঃ বিউটি বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় হত্যা মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হকের নেতৃত্বে মামলা তদন্তকারী অফিসার এসআই জামাল উদ্দিন, এসআই নুরুল ইসলাম দীপু ও সঙ্গীয় ফোর্স ঘটনায় জড়িত গাজী মোঃ আলমগীর প্র. আলম (৩৫) এবং মোঃ জানে আলম (৩৩)-কে গ্রেফতার করেন। আলমগীর পেশায় নাইটগার্ড ও জানে আলম শ্রমিক।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এডিসি কাজী মোঃ তারেক আজিহ বাংলাদেশ বুলেটিনকে জানান, আসামিদের থানায় এনে জিজ্ঞাসাবাদকালে তারা ঘটনার সাথে জড়িত থেকে ভিকটিমকে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ভিকটিম ইসলাম বিটুকে তারা ছিনতাইকারী ও চোর সন্দেহে ৮ আগস্ট ভোর ৬:৩০টায় ধাওয়া করে। ইসলাম বিটু পালাতে চাইলে প্রথমে ২ নং গেইটসংলগ্ন ড্রেনে, দ্বিতীয় দফায় পার্শ্ববর্তী নার্সারিতে, তৃতীয় দফায় মুরাদপুর রোড ডিভাইডারের লোহার অ্যাংগেলের সাথে বেঁধে ও সর্বশেষ বিপ্লব উদ্যানে বেঁধে মারধর করে হত্যা করে।
খুলশী থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীরা বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক ঘটনার সাথে নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।