বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, অতঃপর...
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৮:৩৩ PM আপডেট: ০৮.১১.২০২৪ ৯:৩৫ PM
সেনা সদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যার মামলা দায়েরের ২৯ দিন পর মূল হোতা রাসেল খানকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার রাসেল খান মেলান্দহ থানার সুলতান খালি গ্রামের বাবুল খানের ছেলে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় একাই বসবাস করতেন সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার। গত ১১ সেপ্টেম্বর সকালে নিজ ঘরে শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধা মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয় ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

ঘটনার পর দিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর গত রাতে সদর থানার পলাশীগর থেকে আসামি রাসেল খানকে গ্রেফতার করা হয় ৷
 
র‌্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী জানান, আসামিকে জামালপুর জেলার মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত