ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় উচ্ছ্বসিত গোপালগঞ্জের একদল যুবক। তারা ট্রাম্পের বিজয়কে উদযাপন করেছেন গরুর মাংস ভুনা ও খিচুড়ি খেয়ে। এই ভোজে অন্তত ২৫০ জন যুবক অংশ নেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হোগলাকান্দি গ্রামের মো. গিয়াস উদ্দিন গালিবের বাড়িতে আয়োজিত এই ভুঁড়িভোজ অর্থায়ন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী লুৎফর রহমান হিমু। ওয়ান টাইম প্লেটে গরুর মাংস ভুনা ও খিচুড়ি খেয়ে আনন্দ উল্লাস করেন যুবকরা।
ব্যতিক্রমী এই আয়োজন সম্পর্কে মো. গিয়াস উদ্দিন গালিব বলেন, “ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ফ্রেডরিক ট্রাম্পের বন্ধু বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা মো. লুৎফর রহমান হিমু। তিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ন্যাশনাল ফাইনান্স মেম্বার।”
তিনি আরও বলেন, “ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আমরা উচ্ছ্বসিত, আনন্দিত ও গর্বিত। আমার বন্ধু লুৎফর রহমান হিমু কথা দিয়েছিল, নির্বাচনে ট্রাম্প নির্বাচনে জিতলে খিচুড়ি খাওয়াবে। ট্রাম্প নির্বাচনে জেতার পর হিমু টাকা পাঠিয়েছে। এ টাকা দিয়ে আমি খিচুড়ি ভোজের আয়োজন করি। এ ভোজে হোগলাকান্দিসহ আশপাশ গ্রামের ২৫০ জন যুবক অংশ নেয়।”
হোগলাকান্দি গ্রামের তুহিন মোল্লা বলেন, “মার্কিন কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম কোনো ভোজে অংশ নিলাম। এতে অংশ নিয়ে মাংস-খিচুড়ি খেয়েছি। খাবার ভালো ছিল। সবই একসঙ্গে খেয়েছি। সময় ভাল কেটেছে। খাবার গ্রহণের মধ্যে দিয়ে আমরা ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে উদযাপন করেছি।”