বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ২১ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের আকবরশাহ এলাকাবাসীর মাদকবিরোধী সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭:৪৬ PM
চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন নিউ শহীদ লেইন এলাকায় 'মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং' এর উৎপাত বন্ধ করার দাবিতে সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে  মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী।

শুক্রবার (৮ই নভেম্বর) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খুলশী থানা শাখা যুবদল হেলাল হোসেন হেলাল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, "মাদকের ধারালো আঘাতে ক্ষত বিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম। এখনি যদি রুখে না দাঁড়ানো যায় তাহলে এই প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবেনা। দেশে প্রায় অর্ধেক জনগোষ্ঠী শিশু, কিশোর ও তরুণ। সামাজিক আন্দোলন গড়ে তুলে চলমান অভিশাপ থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলসহ বিভিন্ন বেসরকারি সংস্থা, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।"

এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, মহানগর বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবকদল এর যুগ্ন-সাধারন সম্পাদক জহিরুল হক টুটুল, আকবরশাহ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম সজল, আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর বক্স মিলন, চট্টগ্রাম মহানগর ছাত্রদল এর যুগ্ন আহব্বায়ক মাস্টার আরিফ, ৯নং ওয়ার্ড যুবদল এর সাবেক যুগ্ন-আহব্বায়ক দেলোয়ার হোসেন, আকবরশাহ থানা ছাত্রদল নেতা রাহাত মাহামুদ, ইমতিয়াজ ইসলাম জেসিন, ৯ং ওয়ার্ড ছাত্রদল নেতা হায়দার, মিনহাজ উদ্দিন রাব্বি, জাহিদ হোসন আরবীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক আউয়াল সেন্টার (লেভেল ১২), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত