বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫ ৩ মাঘ ১৪৩১
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫
মঠবাড়িয়ায় দূষণ কমাতে যুব ফোরাম গঠন বিষয়ক সভা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৬:৪৬ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলসমুহের পলিথিন ও প্লাষ্টিক দূষণ কমানোর লক্ষ্যে যুব ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী যুব ফোরাম গঠন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।

রূপান্তরের প্রজেক্ট অফিসার মোঃ গোলাম কিবরিয়া এর সভাপতিত্বে সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাষ্টিক ও পলিথিন বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধ সচেতনীকরণ বিষ‌য়ে আ‌লোচনা করা হয়। প‌রে সরকারি বেসরকারি সংগঠনসমুহ এবং স্থানীয় সরকারের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দরবন ইমপ্যাক্ট জোনের সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উন্নয়ন করা বিষয়ক কর্মসূচি বাস্তবায়নের জন্য ২ জনকে আহবায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।

এসময় রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া, সাংবা‌দিক ইসরাত জাহান মমতাজ সহ বি‌ভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন ক‌রেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত