রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নির্বাচিত রাজনৈতিক সরকারের কোনো বিকল্প চায় না বিএনপি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮:১৩ PM
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনায়ন ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনকল্যাণের লক্ষ্যে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকারের বিকল্প নেই। 

চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে আজ শুক্রবার (১৫ নভেম্বর) মহানগর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্ব ও সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, দেশ ও দলের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় আমাদেরকে সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন বা অনৈক্য কখনোই দল সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সংগঠনের কল্যাণ বয়ে আনতে পারে না। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে দলকে এগিয়ে নিতে চলমান ঐক্য যেকোনো মূল্যে আমাদেরকে ধরে রাখতে হবে।

সভাপতির বক্তব্যে এরশাদ উল্লাহ বলেন, সাংগঠনিক রাজনীতিকে এগিয়ে নিতে নিজেদের মধ্যে ঐক্যের কোন বিকল্প নেই। পারস্পরিক ঐক্য ও সম্প্রীতির মধ্য দিয়ে দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়াটাই মহানগর বিএনপির নতুন কমিটির লক্ষ্য।

শিগগিরই মহানগর বিএনপির অধীন সকল থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে রাজপথে আন্দোলন-সংগ্রামে যাহারা সক্রিয় ছিলেন, ত্যাগ স্বীকার করেছেন, নির্যাতিত হয়েছেন। তাহাদের প্রাধান্য দিয়ে যোগ্যতার মানদণ্ডে কমিটিগুলো করা হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত