টাঙ্গাইলের ঘাটাইলে ষাড় গরুর শিংয়ের আঘাতে লক্ষী রানি দাস (৫০) নামে এক গৃহবধুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের বেলদহ পূর্বপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত লক্ষী রানি দাস (৫০) দিঘলকান্দি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হীরালাল দাসের স্ত্রী।
তার পরিবারে এক মেয়ে, তিন ছেলে ও স্বামী আছেন। এতে পরিবারসহ ওই এলাকায় চলছে শোকের মাতম।
নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে নিহত গৃহবধূ লক্ষীরানি দাস তার বাবার বাড়ি উপজেলার ধলাপাড়া যাওয়ার জন্য রাস্তায় বের হন। এসময় একই এলাকার পাশের বাড়ি উমর আলী হাজীর একটি ষাড় গরু গোয়াল থেকে খুটা ভেঙ্গে ছুটে এসে রাস্তায় গৃহবধুকে চাপা দেয়। এতে শিংয়ের আঘাতে তার মাথা ফেটে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধারকরে প্রথমে উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নেয় পরে টাঙ্গাইল মেডিকেল হাসপাতালে নেওয়া হলে বিকেল ৩ টায় তিনি মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এটা একটা এক্সিডেন্টাল ইস্যু, কেউ অভিযোগ করলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।