মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
মিডিয়ার ওপর ‘প্রচণ্ড ক্ষুব্ধ’ হাসনাত আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৭:৩০ PM আপডেট: ১৯.১১.২০২৪ ৭:৫৩ PM
ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমি মিডিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। কারণ গত ৫ আগস্টের আগে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদফতরের (ডিজিএফআই) প্রেসক্রিপশনে মিডিয়া চলতো। গণভবনের প্রেসক্রিপশনে নির্ধারিত হতো কোন নিউজের হেডলাইন কী হবে।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় জাদুঘরের মিলনায়তনে বেনার নিউজ বাংলা আয়োজিত ‘কী চাই নতুন বাংলাদেশে’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখেছি, গণভবনে গিয়ে মিডিয়া যখন প্রশ্ন করতো, তখন এমনভাবে প্রশ্ন করতো; যেন তাদের পূর্বাচলের প্লট নিশ্চিত হয়। তাদের মধ্যে একটা মূল্যের প্রবণতা ছিল। মিডিয়া এবং মিডিয়াকর্মীর ছিল গণভবনমুখী। আমার অনুরোধ, আপনারা কখনও গণভবনমুখী হবেন না। আপনার জনগণমুখী হন। আমি প্রত্যাশা করবো, ফ্যাক্ট যেটা, আপনারা সেটা প্রচার করবেন, ৫ আগস্টের আগে প্রায় সব মিডিয়া যেটা করেনি।’

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা এমন একটা বাংলাদেশ চাই, যেখানে কোনও ভয় থাকবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, দেশ থেকে মানুষ চলে যেতে বাধ্য হবে না। সবাই বাংলাদেশি বলতে গর্ববোধ করবে। আমি চাই বাংলাদেশে কোনও দূষণ থাকবে না।’

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ বলেন, ‘আমি ঠিক সে রকম একটা বাংলাদেশ চাই, যেখানে কোনও দুস্থ শিল্পী থাকবে না। আমি নতুন বাংলাদেশের প্রত্যেক এলাকায় খেলার মাঠ চাই। আর্ট অব লিসিনিংটা অন্তত জরুরি, যেখানে সবার কথা শোনা হবে, কথার মূল্যায়ন করা হবে। আমি চাই, নতুন বাংলাদেশে সবার কথার এবং মতামতের মূল্যায়ন হবে। আমি ছিলাম সিসিমপুরের ইকরি। সিসিমপুরে বাঘ শেয়াল সবার যেমন স্বাধীনতা ছিল এবং দিন শেষে সবাই এক থাকতো, আমি চাই বাংলাদেশেটা তেমন হোক।’

মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘বিগত সময়ে বেশিরভাগ মিডিয়া সরকারের চাপে মুখবন্ধ করতে বাধ্য হয়েছিল। তবুও অনেকে নানা প্রতিকূলতা পেরিয়ে সংবাদ দিয়েছে। নতুন এই বাংলাদেশে আমার অন্যতম প্রত্যাশা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগকে আগে বিচারের আওতায় আনতে হবে। আমাদের প্রথম চাওয়া, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার। নতুন বাংলাদেশে যে ভাইদের আমরা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত