বান্দরবানের লামায় পৃথক সড়ক দূর্ঘটনায় একজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) সকালে লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এবং আজিজনগরের চেয়ারম্যান লেক এলাকায় পৃথক দুর্ঘটনা দু’টি ঘটে।
স্থানীয়রা জানান, আজিজনগর ইউনিয়নের বাচুরি পাড়ার মো. হায়দারের স্ত্রী রোকসানা বেগম (৩৬) সোমবার সকালে মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে রবিবার সন্ধ্যায় উপজেলার আজিনগর ইউনিয়নের চেয়ারম্যান লেক এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় ওই নারী গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, সোমবার সকালে লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পাথর বোঝাই দু’টি ট্রাক যথাক্রমে চট্ট মেট্রো-ট- ১২-১৩১৯ ও ঢাকা মেট্রো-ট- ২২-৫০৫৭ পাহাড়ী ঢালুতে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এসময় ট্রাকের চালক মোঃ নাজমুল (২৫) এবং আব্দুল মামুন (২৩) গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ট্রাক দু’টি সড়কের উপর উল্টে গেলে প্রায় ঘন্টা ব্যপী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ্ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের সহায়তায় কিছু সময় পরেই সড়কটি সচল করে দেয়া হয়েছে।