শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
কালীগঞ্জে পৃথক অভিযানে জাল টাকা ও মাদকসহ ২ জন আটক
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪, ৭:৩৮ PM
গাজীপুরের কালীগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২০ হাজার টাকার জাল নোট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় জাল টাকার সাথে শাহীন (২৪) এবং গাঁজার সাথে মুক্তা বেগম (৩১) নামে দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। এর আগে দুপুরে কালীগঞ্জ পৌরসভার কাপাসিয়ার মোড় এলাকা থেকে শাহীনকে ও সকালে মুনশুরপুর এলাকা থেকে মুক্তাকে আটক করা হয়।

আটক শাহীন কালীগঞ্জ পৌরসভার চান্দাইয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। অন্যদিকে, মুক্তা মুনশুরপুর টেকপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী এবং একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
 
ওসি জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার পৃথক দুটিস্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানে উপজেলার  কাপাসিয়ার মোড় এলাকা থেকে শাহীনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে তার তার কাছ থেকে ২০টি ১ হাজার টাকার জাল নোট ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। অপর অভিযানে উপজেলার মুনশুরপুর গ্রামে জনৈক কাউসার আলম বিন হাই এর বাড়ি থেকে মুক্তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করে পুলিশ। 

ওসি আরও জানান, তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার পর গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত