অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারি পুলিশ সুপার পদমর্যাদার ৪১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) খন্দকার শামীমা ইয়াছমিনের নামে জারিকৃত আদেশে উল্লেখ করা হয়, বদলিকৃত ৪১ কর্মকর্তার মধ্যে ৩২ জন অতিরিক্ত পুলিশ সুপার ও ৯ জন সহকারি পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে এর আগে বদলি করা এমন ৯ কর্মকর্তার বদলির আদেশ বাতিল হয়েছে। তারা রবিবার প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী কর্মস্থলে যোগদান করবেন। বিজ্ঞপ্তিটি সংযুক্ত করা হলো—