মুগদা ও মতিঝিল এলাকায় পৃথক তিনজন নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলেন- মুগদা থানা এলাকায় রুমা আক্তার (১৯), নাদিয়া আক্তার (৩৭) ও মতিঝিলে গোল নাহার বেগম (৫১)।
গত রাত সাড়ে ১২টার দিকে মুগদা খাল পাড় এলাকার একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিন দিবাগত রাতে মানিকনগরের একটি বাসা থেকে কম্বোডিয়া প্রবাসী আবু তাহেরের স্ত্রী নাদিয়া আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দা আফসানা আফরোজ।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে রুমা আক্তার ও নাদিয়া আক্তার পারিবারিক কলহ জেরে আত্মহত্যা করেছেন। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সালাহউদ্দিন জানান, গত শনিবার মতিঝিল থানা এলাকা থেকে অসুস্থ অবস্থায় পথচারীরা গোল নাহার বেহমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১ ডিসেম্বর) বিকালে তার মৃত্যু হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।
নিহত নাহার বেগমের ছেলে অনিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তার মা। পরে শনিবার সংবাদ পেয়ে তার মাকে হাসপাতালে আশংকাজনক অবস্থায় দেখতে পান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অনিক আরও বলেন, তার মা যেদিন থেকে নিখোঁজ ছিলেন— সেদিন থেকে তাদের বাসার সাবলেট থাকা রাশেদ নামে ব্যক্তিও বাসায় ছিল না। তিনিই সংবাদ দেন তার মা হাসপাতালে ভর্তি রয়েছে। এব্যাপারে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাশেদকে থানায় নিয়ে গেছেন।