মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
রাজধানীর শাহবাগে ছুরিকাঘাতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ৮:১৫ PM
শাহবাগে ছুরিকাঘাতে মোবারক হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (১৫ জুন) সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত মোবারকের স্ত্রী লামিয়া আক্তার জান্নাত বলেন, মোবারক শাহবাগ শিশু পার্ক এলাকায় মাদকদ্রব্য গাঁজা ব্যবসায়ে জড়িত ছিল। নবীর নামে একজনের কাছ থেকে মাদক বাকিতে এনে তিনি ব্যবসা করতেন। নবীর মোবারকের কাছে টাকা পাবে বলে দাবি করেন। 

পরে ওই টাকা উঠানোর জন্য রাতুল এবং রাজুসহ অজ্ঞাত আরও তিনজনকে মোবারকের কাছে পাঠায় নবীর। টাকা না দেওয়ায় নবীরের পাঠানো ওই কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পথে ফেলে চলে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত