শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
রাউজানে পুলিশের ওপর গিয়াস অনুসারী ফোরকানের নেতৃত্বে হামলা, আহত ৩
চট্টগ্রাম ব্যুরো :
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১০:৪৫ PM
চট্টগ্রামের রাউজানে থানা পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় তিন পুলিশ সদস্য আহতসহ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। ২ ডিসেম্বর (সোমবার) রাত ১২ টার দিকে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। 

বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী সন্ত্রাসী ফোরকান উদ্দিন (২৬) নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে স্থায়ী সূত্রে জানা গেছে৷ 

উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জানি পাথর এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা যায়, রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযানে যায়। সেখানে সালমানের পুত্র সন্ত্রাসী ফোরকান উদ্দিন (২৬) নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অন্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের উপর হামলা করেন। এই হামলায় চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল কাদের (৫২), কনস্টেবল শাহরিয়ার (৩৫), কনস্টেবল রাসেল দে (৩০) গুরুতর আহত হয়। ফোরকান উদ্দিন (২৬) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত৷ তার সাথে থাকা হামলাকারী সবাই বিএনপি'র রাজনীতি করে বলে জানিয়েছে স্থানীয়রা৷ 

ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ওসি ঘটনাস্থনে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ হামলার ঘটনায় এসআই আবদুল কাদের বাদী হয়ে থানায় মামলা দায়ের করছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী গণমাধ্যমকে বলেন, একটি মামলার আলামত উদ্ধার করতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসী ফোরকানের নেতৃত্ব পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। একইসাথে পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে তারা। আহতদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। এ হামলার ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত