লালমনিরহাটে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা ও সৌজন্যে ফুল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে পুলিশ লাইন ট্রাফিক বক্স সামনে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করেছে জেলা পুলিশ সুপার লালমনিরহাট।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, জনতার মাঝে সড়কে দুর্ঘটনার কারণ, সড়কের শৃঙ্খলা, যানজট নিরসন, সড়ক পরিবহন আইন, হেলমেট ব্যবহারের গুরুত্ব, যত্রতত্র পার্কিং, হর্ন বাজানো, এলইডি লাইটের ক্ষতিকর দিক, সন্দেহজনক ব্যক্তি, ব্যাগ বা কোন দ্রব্য সম্পর্কে পুলিশকে অবহিতকরণ, অপরিচিত জায়গায় রিজার্ভ ভাড়ায় সতর্ক থাকা, রং সাইডে চলাচল বিষয়ে সচেতনতামূলক আলোচনা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার, আতিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাদের, ডিবি অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, পুলিশ পরিদর্শক আশিষ কুমার পাল, ট্রাফিক পুলিশ সদস্যগণ ও সাংবাদিক বিন্দু উপস্থিত ছিলেন।