রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে পুলিশকে গুলি ছুড়ে পালালো ছোট সাজ্জাদ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৬:৩৪ PM
চট্টগ্রামে অভিযান চলাকালে পুলিশকে গুলি ছুড়ে পালিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী, একাধিক হত্যা মামলার প্রধান আসামী ছোট সাজ্জাদ। সন্ত্রাসী সাজ্জাদের ছোড়া গুলিতে দুই পুলিশসহ আহত হয়েছেন চারজন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে নগরীর অক্সিজেন মোড়ের জালালাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। এসময় সাজ্জাদ পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে তার কথিত স্ত্রীকে আটক করেছে বলে জানা গেছে।

নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মো. রইছ উদ্দিন গণমাধ্যমকে জানান, পুলিশ সন্ত্রাসী সাজ্জাদকে অনেকদিন ধরেই খুঁজছিল। গতকাল দিবাগত রাত সাড়ে ৩টায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে অভিযানে যায় পুলিশ সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়েই সাজ্জাদ গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পাশের একটি ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এসময় গুলিবিদ্ধ হন চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক ফাইয়াছ হাসমিনুর রোবেল ও রাজু আহমেদ। 

রইছ উদ্দিন আরও জানান, সাজ্জাদের ছোড়া গুলিতে কাজল কান্তি দে ও মো. জাবেদ নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের পুলিশ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে সাজ্জাদের স্ত্রী পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়েছে।

এই ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদককে বলেন, অক্সিজেন এলাকার সাত্তার ম্যানসন নামের একটি ভবনে সাজ্জাদ তার কথিত স্ত্রী তামান্নাকে নিয়ে বসবাস করতেন৷ রাতে সাজ্জাদ সেই ভবনে অবস্থানের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়৷ এক পর্যায়ে সাজ্জাদ তার কাছে থাকা অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি ছুড়ে পালিয়ে যায়৷ স্থানীয় একজন নাম জানান, গোলাগুলিতে সাজ্জাদ নিজেও আহত হয়ে থাকতে পারে। কারণে সে যে পথ দিয়ে পালিয়ে গেছে সেখানে রক্তের দাগ দেখা গেছে৷ তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি৷ 

গত ২১ সেপ্টেম্বর বিকেলে নগরের চান্দগাঁও থানার অদূরপাড়া জাগরনী সংঘ ক্লাব সংলগ্ন একটি চায়ের দোকানে মাইক্রোবাস থেকে নেমেই স্থানীয় ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসীনকে গুলি করে হত্যা করে সাজ্জাদ বাহিনী। এ ছাড়া গত ২৯ আগস্ট নগরের বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন–কুয়াইশ সড়কে প্রকাশ্যে গুলি করে মাসুদ কায়সার ও মোহাম্মদ আনিস নামে দুজনকে হত্যা করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার, ব্যবসা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড বলে তথ্য পেয়েছে পুলিশ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত