ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে আগামী বুধবার ‘লং মার্চ’ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর আজ সোমবার তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম তিন সংগঠনের পক্ষে এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি। সকাল আটটায় নয়াপল্টনে জমায়েত হয়ে আমরা শান্তিপূর্ণ লং মার্চ শুরু করব এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাব।’
যুবদলের সভাপতি বলেন, ‘আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-যুবক-স্বেচ্ছাসেবক নেতা-কর্মীদের এই লং মার্চে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।’
যুবদলের এই নেতা লং মার্চ কর্মসূচিতে গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন। গতকাল যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ঢাকার বারিধারায় ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে। পুলিশ রামপুরা ব্রিজের কাছে নেতা-কর্মীদের আটকে দিলে তিন সংগঠনের নেতারা বারিধারায় ভারতীয় দূতাবাসে গিয়ে স্মারকলিপি দেন।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম বলেন, ‘আমরা তিন সংগঠন গতকাল ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে স্মারকলিপি দিয়েছি। ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, আমাদের জাতীয় পতাকার অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি।’