রাজধানীর আদাবর থানার শেখেরটেক এলাকা থেকে ৩৮.৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-২।
রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকা হতে ৩৮.৫ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব, এরা হচ্ছে চান মিয়া (৩৫), পিতা- মৃত কামাল হোসেন এবং আমির হোসেন (২৪), পিতা- আতর মিয়া। র্যাব বলেন, ১১ ডিসেম্বর সকাল ১০ টার দিকে মাদকের বিশেষ এক অভিযানে এদের গ্রেফতার করা হয়।
র্যাব থেকে আরো বলা হয়, কুমিল্লা থেকে একটি মাদকের চালান ঢাকার রাজধানীতে আসার কথা থাকলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বাসা ভাড়া নিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রয়ের উদ্দ্যেশে অবস্থান করছে।
উক্ত মাদকদ্রব্য উদ্ধারে আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয় কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্য মতে ভাড়া বাসা হতে স্বচ্ছ পলিব্যাগের মধ্যে ৩৮.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যার আনুমানিক মূল্য ২৮,৮৭,৫০০/- (আটাশ লক্ষ সাতাশি হাজার পাঁচশত) টাকা। আটককৃত আসামিরা জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা কুমিল্লা হতে স্বল্পমূল্যে মাদক ক্রয় করে রাজধানীসহ আশপাশের জেলায় বেশী দামে মাদক বিক্রয় করে। এছাড়াও চান মিয়ার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ০৫টি মাদক মামলা এবং আমির হোসেন এর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ০১টি মাদক মামলা রয়েছে বলে জানায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে জানান র্যাব -২ এর সিনিয়র সহকারী এএসপি শিহাব করিম।