চট্টগ্রামের বাঁশখালীতে পরকীয়া প্রেমের জেরে প্রেমিকার বসতঘরে আগুন দিয়েছে প্রেমিক। এতে প্রায় ১৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এক গৃহবধূ আহত হয়েছেন। উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল জয়নগর পাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন—একই এলাকার মৃত লেদু মিয়ার ছেলে মুহাম্মদ মিয়া, মুহাম্মদ এহছান, মৃত সিরাজ মিয়ার ছেলে মুহাম্মদ কালু, মৃত নবাব আলীর ছেলে মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ইসমাঈল, মুহাম্মদ ইসহাক, মৃত কালু মিয়ার ছেলে মুহাম্মদ করিম, মৃত ইসলাম মিয়ার ছেলে মুহাম্মদ জামাল, মুহাম্মদ কবির, আবদু ছত্তার, আবদু ছবুর, মৃত আবদুল্লাহর ছেলে মুহাম্মদ হারুন।
এদিকে বুধবার সকালে প্রেমিক মো. বাবুলকে (২৭) আটক করে উত্তেজিত জনতা পুলিশের হাতে তুলে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ আনুমানিক ৫৫ লাখ টাকা হবে। এ ঘটনায় গৃহবধূ সালেহা বেগম আহত হয়েছেন। গ্রামবাসী সনাতন পদ্ধতিতে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের দল শেষ মুর্হূতে গিয়ে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
চাম্বল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ বলেন, জয়নগর পাড়ার আব্দুল করিমের স্ত্রী ইয়াসমিনের সময় দীর্ঘদিন ধরে একইপাড়ার মো. হারুনের ছেলে মো. বাবুলের পরকীয়া চলে আসছিল। আব্দুল করিম সাগরে মাছ ধরার পেশায় নিয়োজিত থাকার সুযোগে এই পরকীয়া হতো। এ নিয়ে দীর্ঘদিন ধরে পাড়ায় সালিশ বৈঠক হয়।