চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পাঠানপাড়াস্থ এলাকায় সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশিদের বাড়ির সামনের একটি দেয়ালে ‘জয় বাংলা’ লেখা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তি পৌর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মুন্সি নজরুল ইসলাম সুজন। রোববার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে পাঠানপাড়া এলাকার একটি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
সোমবার দুপুরে মহান বিজয় দিবস দিবস উপলক্ষ্যে বিএনপির উদ্যোগে বিজয় র্যালি শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় হারুনুর রশিদ বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, নেশা করে চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ১৫ বছর শহীদ মিনার অপবিত্র করেছে। আর তাদের নেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে ভারত থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ বিচার বিভাগ, পুলিশ বিভাগসহ প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। অর্থনৈতিকভাবে পঙ্গু করা হয়েছে বাংলাদেশকে।
দেশের সাধারণ জনগণকে ও বিরোধী মতকে দমনের নামে আটকের পর জঙ্গি সাজিয়ে নানাভাবে নির্যাতন ও হয়রানি করেছে আওয়ামী লীগ। এসব জুলুম অত্যাচার থেকে রক্ষার জন্য ছাত্র সমাজ জেগে উঠেছে এবং বাংলাদেশকে বৈষম্য বিরোধী একটি সোনার বাংলাদেশ উপহার দিয়েছে। তাই এই বিজয়কেও অক্ষুণ্ন রাখতে হলে শেখ হাসিনা ও তাদের দোসরদের বিচার অবশ্যই বাংলার মাটিতে করতে হবে।
তবে, সদর থানার ওসি রইস উদ্দিন ‘জয় বাংলা’ লেখার অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তার নজরুল ইসলাম সুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে গ্রেপ্তার হয়েছেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুঁই আক্তার।