সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
বিজয় দিবসের ব্যানারে ‘বঙ্গবন্ধুর ছবি’ থাকায় প্রধান শিক্ষককে শোকজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২:১৬ PM আপডেট: ১৭.১২.২০২৪ ২:২৪ PM
বান্দরবানে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করায় আলীকদম উপজেলার সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে।

সোমবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় ব্যবহৃত ব্যানা‌রে শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহার করা হয়। বিকালে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান স্বাক্ষরিত এক আদেশে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খান।

শোকজ নো‌টিশে বলা হ‌য়ে‌ছে, ‘আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরনের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি লঙ্ঘনের শামিল। এমত অবস্থায় আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হ‌বে না, তা পত্র প্রা‌প্তির তিন কর্মদিব‌সের ম‌ধ্যে স‌ন্তোষজনক লি‌খিত জবাব নিম্ন‌ স্বাক্ষরকারীর কাছে দা‌খিল কর‌তে অনু‌রোধ করা হলো।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত