মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
উখিয়ায় বাস চাপায় দুই যুবকের মৃত্যু
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৭:৫৪ PM আপডেট: ০২.০১.২০২৫ ৮:৩০ PM
উখিয়ার পালংখালী ইউনিয়নের  থাইংখালী মরাগাছ তলা এলাকায় ট্রাককে ও ভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২ টা ১০ মিনিটের সময় উখিয়া থাইংখালী স্টেশনের উত্তর পার্শ্বে বালুখালী মরাগাছতলা এলাকার আনোয়ার অটো গ্যাস পাম্পের সামনে এই ঘটনা ঘটে।

জানা যায় নিহতরা হলেন- সাতক্ষীরা খলিশখালী এলাকার আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮) ও উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, জে/৫ ব্লকের মোহাম্মদ রফিকের ছেলে আব্দুর রহমান (১৮)।

মেরিস সিগারেটের দুই কর্মী মোটরসাইকেলে দুপুরে থাইংখালী থেকে উখিয়ার উদ্দেশ্যে আসার পথে বালুখালী মরাগাছতলা মোড়ের একটু আগে আসলে একটি ট্রাককে অতিক্রম করার চেষ্টাকালে পড়ে যায়।  অপরদিক থেকে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুই আরোহীকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে দুই আরোহী নিহত হন। এই ঘটনায় দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে পুলিশ নিয়ে যায়। 

উখিয়ার হাইওয়ে পুলিশের শাহপরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা টেকনাফমুখী একটি যাত্রীবাহী বাস ও কক্সবাজারমুখী মোটরসাইকেল ছিটকে রাস্তায়  পড়ে এদের মধ্যে একজন বাংলাদেশী অপরজন রোহিঙ্গাসহ দুইজন নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মৃত লিঠন গাজীর ভাই মোঃ মিঠুন গাজী বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। পরবর্তীতে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয় পরে মৃত লিঠন গাজীর ভাই মোঃ মিঠুন গাজী বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত