রবিবার ২৬ জানুয়ারি ২০২৫ ১৩ মাঘ ১৪৩১
রবিবার ২৬ জানুয়ারি ২০২৫
মহেশখালীতে গলায় ছুরি ধরে গৃহবধূকে গণধর্ষণ
মহেশখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৯:০১ PM
কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২২) নির্যাতন ও ধর্ষণ করে ঘরে রাখা সাড়ে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার ভোরে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে এ ধর্ষণ ও ডাকাতির ঘটনা ঘটে। 

ঘটনার পর দুর্বৃত্তরা ওই নারী ও তাঁর পরিবারের সদস্যদের হাত–পা বেঁধে রেখে চলে যায়। এরপর সন্ধ্যার দিকে ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে এ ঘটনা জানাজানি হলে থানায় মামলা করেন গৃহবধূর স্বামী। মামলার পর পুলিশ রাতভর অভিযান চালালেও জড়িত কাউকে আজ বৃহস্পতিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

গৃহবধূর পরিবারের সদস্যরা জানান, ওই বাড়িতে কয়লাবিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাওয়া ৩ লাখ ৪৫ হাজার টাকা ছিল। গতকাল ভোরে দুর্বৃত্তরা বাড়িটিতে হামলা চালিয়ে ওই টাকা লুট করে নিয়ে যায়। লুটপাটের আগে তারা গৃহবধূকে গণধর্ষণ করে। 

এ নিয়ে পরিবারের সদস্যরা দিনভর আতঙ্কে ছিলেন। ঘটনার পর কী করতে হবে, তারা বুঝে উঠতে পারছিলেন না। পরে স্থানীয় মানুষের সহায়তায় সন্ধ্যায় গৃহবধূকে হাসপাতালে নেন তাঁরা।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হক বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ গতকাল সন্ধ্যায় চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। পরে চিকিৎসা শেষে রাত আটটার দিকে ওই গৃহবধূ বাড়িতে চলে যান। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে চিকিৎসকেরা জানান।

ভুক্তভোগী নারীর স্বামী জুয়েল বলেন, পাশবিক নির্যাতনের পর প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা। চিকিৎসার জন্য আমার স্ত্রীকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি। আমি এ ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত