বাড্ডায় চাঁদা না দেওয়ায় গুলি চালানোর অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে বাড্ডা থানা-পুলিশ। গতকাল রাত পৌনে ৯টার দিকে দক্ষিণ বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলো– মো. দেলোয়ার হোসেন (৫৭) ও মো. নূর আলম অনি (৩৩)। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বাড্ডার চেয়ারম্যান বাড়ি এলাকার বাসিন্দা জুয়েল খন্দকারকে ফোন করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে একটি অস্ত্রধারী গ্রুপ। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। ওইদিন সন্ধ্যায় ১১-১২ জন দুষ্কৃতকারী জুয়েল কাছে যায়। চাঁদা না পেয়ে জুয়েলের ডান পায়ে গুলি করে সুমন। জুয়েল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। পরে আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তালেবুর রহমান আরও জানান, এ ঘটনায় ১৯ জানুয়ারি জুয়েলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাড্ডা থানায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-সাত জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।