মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৯ মাঘ ১৪৩১
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫
রাজবাড়ীতে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৭:৪৭ PM
রাজবাড়ীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সোমবার (২০ জানুয়ারি) সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ও এনডিসি (নেজারত) নাহিদ আহমেদ এর উপস্থাপনায় প্রথমে সাংবাদিকদের সাথে পরিচয় পর্বের পর সৌজন্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসান উপস্থিত ছিলেন। 

পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় সাংবাদিকগণ। এ সময় জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় নিয়ে আলোকপাত করেন সাংবাদিকেরা। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সাংবাদিকদের কথাগুলো শোনেন এবং সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই -আগষ্ট এর ছাত্র জনতার অভ্যূথানের পর আমাদের যাচাই বাছাই করেই জেলা প্রশাসনে পদায়ন করা হয়েছে।  শুধু জেলা প্রশাসনেই না, প্রতিটা বিভাগেই। রাজবাড়ীতে যতদিনই কাজ করি ,এখানে আন্তরিকতার কোন অভাব থাকবে না । শান্তিপ্রিয় জেলার সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিকশিত করা এবং জনগণের দুর্ভোগ কমাতে কাজ করা হবে।

সপ্তাহে প্রতি বুধবার গণশুনানী হয়, এ গণশুনানীকে আরোও উন্নত করা হবে,এখানে যারা যে কোন সমস্যা নিয়ে আসবে, কাগজে ২-৪ লাইন লিখে নিয়ে আসলেই হবে, আমি তাদের সমস্যা সমাধানের জন্য কাজ করব। সকলে একত্রে একটি সুন্দর ও সমৃদ্ধ রাজবাড়ী গড়ে তুলতে কাজ করব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত