বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
গুলশানে বাইক থামিয়ে ছুরিকাঘাত করে ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৪:৫০ PM আপডেট: ২২.০১.২০২৫ ৬:৫৬ PM
গুলশানে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতের এ ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিসিসি মার্কেটের সামনে বরুন বর্মন মার্কেটের ‘সিটি মানিটারি এক্সচেঞ্জ’ মানি এক্সচেঞ্জের মালিকসহ দুজনকে কুপিয়ে-পিটিয়ে আহত করে তাদের কাছে থাকা কোটি টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ ঘটনায় আহতরা হচ্ছেন, মানি এক্সচেঞ্জের মালিক আ. কাদের শিকদার (৩৫) ও তার শ্যালক আমির হামজা (২৫)।

আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, বড় ভাই ব্যবসা প্রতিষ্ঠান (সিটি মানিটারি এক্সচেঞ্জ) বন্ধ করে আমির হামজাকে সঙ্গে করে মোটরসাইকেলে করে গুলশান-১ বাসায় ফিরছিলেন। তারা সেখান থেকে কিছুদূর যেতেই ডিসিসি মার্কেটের সামনে ১৫ থেকে ২০ জন তাদের মোটরসাইকেলটির গতিরোধ করে প্রথমে রড দিয়ে আঘাত করে ফেলে দেয়। পরে হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে তাদের কুপিয়ে আহত করে। এসময় তাদের কাছে থাকা নগদ প্রায় কোটি টাকাসহ ব্যাগটি নিয়ে যায়। পরে খবর পেয়ে আহত অবস্থায় তাদের সেখান থেকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

আহতের বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, তিনি গত রাতে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।  

মিন্টু শিকদার অভিযোগ করে আরও বলেন, গত ৪ মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী ও তার লোকজন আমাকে অপহরণ করেছিল। ওই সময়ে তারা ৭৯ লাখ টাকা নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় বড় ভাই বাদী হয়ে মামলা করেছিলেন। এ মামলায় ইয়াসিন কারাগারে বন্দী ছিল। সম্প্রতি সে জামিনে মুক্ত পায়, মামলাটি তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত