বাংলামোটরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২২ জুন) বিকেল ৫টা ১৭ মিনিটে রূপায়ণ টাওয়ারের সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কে বা কারা ককটেলটি বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ট্র্যাফিক সহকারীর দায়িত্বে থাকা সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, আমরা কাজ করা সময় হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পাই।
তবে কারা এ ঘটনা ঘটিয়েছে নিশ্চিত করা যায়নি। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে পরবর্তীতে পুলিশ ব্যবস্থা নিবে বলে আমাদের জানিয়েছে।