বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
রাজধানীতে র‍্যাবের অভিযানে ২৬ ছিনতাইকারী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৭:৪৯ PM
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২৬ ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‍্যাব-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- আবু সিদ্দিক (৫০), দেওয়ান কোরবান (২৫), মো. রাজা (২০), রাকিব ইসলাম (২০), রাব্বি হাসান (২১), ইমরান পাটোয়ারি (২৩), মো. রাব্বি (২০), মো. সাকিব (১৮), মো. শরিফ (২৩), দীন ইসলাম (১৯), সজিব মিয়া বাবু ওরফে টেংরা বাবু (২৪), মো. মিরাজ (২০), মো. ফয়েজ (২০), মো. মুসা (২০), মো. শাকিল (২০), আব্দুল কাদির (২২), মো. শাহিন (৩০), রুবেল হোসেন (৩২), মো. শামসের (২১), মো. রনি (৩৫), মো. আকাশ (২৫), মো. হৃদয় ওরফে বেচু (২৮), হোসাইন জমাদ্দার (২৯), মো. জাহিদ (২৪) এবং আশরাফুল (২০)। 

তিনি জানান, গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে র‍্যাব-২ এর দায়িত্বপূর্ণ  মোহাম্মদপুর, ধানমন্ডি, শেরেবাংলা নগর, তেজগাঁও এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  অভিযানে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাপাতি, ১৩টি চাকু, ১২টি ক্ষুর উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের ছিনতাই করতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। কেউ কেউ কারাভোগও করেছে। তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত