রবিবার ৭ ডিসেম্বর ২০২৫ ২৩ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ৭ ডিসেম্বর ২০২৫
সিরাজগঞ্জে ট্রেন চলাচল বন্ধে দুর্ভোগে যাত্রীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ৭:৩৮ PM

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির ফলে সারা দেশের মতো সিরাজগঞ্জেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জের বাজার স্টেশন-শহীদ এম মুনছুর আলী-জামতৈল রেল স্টেশন ঘুড়ে দেখা যায়, ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল স্টেশনগুলোতে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা।

জামতৈল রেল স্টেশনে কথা হয় ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রী সামিউল ইসলাম বলেন, আজ সকাল ৯টা ৪মিনিটে ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে করে রাজশাহীতে যাওয়ার কথা ছিল কিন্তু সকালে স্টেশনে এসে দেখি দেখি ট্রেন চলাচল বন্ধ। এখন কিভাবে যাবো বুঝতে পারছি না।

জামতৈল স্টেশন মাস্টার রুবাইয়া তাসরিন বলেন, সবশেষ পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ৫টা ৫০ এবং ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ২৪মিনিটে ছেড়ে যায়। তার পর থেকেই এখান থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সেটা বলতে পারছি না।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত