মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শ্রীপুরে শিক্ষিকার বাড়িতে ডাকাতি
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৪ PM
গাজীপুরের শ্রীপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ির সকল সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। 

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোর রাত তিনটার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা (বাবু বাজার) গ্রামের রাজিব হাসান খান শাওনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতির শিকার শিক্ষিকা শাম্মী আক্তার জানান, রাত তিনটার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত গেটের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। হাফপ্যান্ট পরিহিত ডাকাতদের কারো মুখোশ পড়া এবং কারো মুখে কালি লাগানো ছিল। ডাকাতেরা গৃহকর্তা শাওনকে হাত-পা বেঁধে মাথার উপর রামদা ধরে গৃহকর্তার স্ত্রী শিক্ষিকা শাম্মী আক্তারকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতেরা তাদের স্কুল পড়ুয়া  দুই ছেলে সারাজ ও সাফিফকেও অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় ডাকাতেরা ঘরের ওয়ারড্রব এবং আলমারি ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার, তিনটি স্বর্ণের চেইন, কানের দুল এবং দুইটি মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। যাওয়ার সময় ডাকাতেরা কাউকে কোনো কিছু না বলার জন্য হুমকি দিয়ে যায়। শাম্মী আক্তার দক্ষিণ বারোতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

শ্রীপুরের মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমিও ঘটনাস্থলে যাচ্ছি পরিদর্শনের পর বিস্তৃত বলা যাবে এটা ডাকাতি না অন্য কোন কিছু। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, এটা ডাকাতি না। চুরির ঘটনা ঘটেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত