বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
বগুড়ার মহাস্থানগড় পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৪ PM
বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন গত শুক্রবার বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় প্রত্নস্থল পরিদর্শন করেছেন। আড়াই হাজার বছরের পুরোনো এই প্রাচীন জনপদ, যা পুণ্ড্রনগরী নামে পরিচিত, দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক গবেষণার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়ে আসছে। 

দুপুরে রাষ্ট্রদূত মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শনে পৌঁছালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি মহাস্থানগড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে দেখেন এবং ফ্রান্সের সহায়তায় চলমান খনন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিন মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘর, বৈরাগীর ভিটা, প্রত্নস্থল জাহাজঘাটা, গোবিন্দ ভিটা, মানকালির মন্দির, শাহ সুলতান বলখীর মাজার, গোকুল মেধ (যা বেহুলা-লখিন্দরের বাসরঘর নামে পরিচিত), এবং ভাসুবিহার পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন রাষ্ট্রদূতের সচিব মিঃ গুইলাউম ডেসমন্টস, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের সাংস্কৃতিক অ্যাটাশে মিঃ ব্যাপটিস্ট লেব্রেট, ফরাসি প্রত্নতাত্ত্বিক মিশনের ডেপুটি ডাইরেক্টর কোলিন রিফ্র্যাঙ্ক, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক পরিচালক ড. নাহিদা সুলতানা, শিবগঞ্জ থানার ওসি আব্দুল হান্নান, এবং মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা। 

কাস্টোডিয়ান রাজিয়া সুলতানা জানান, ফরাসি রাষ্ট্রদূতের এই পরিদর্শন মূলত মহাস্থানগড়ে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক খনন কার্যক্রম পর্যবেক্ষণের অংশ ছিল। তিনি জাদুঘর ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে দেখেন এবং এই ঐতিহাসিক নিদর্শনগুলোর গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। 

উল্লেখ্য, মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নস্থল, যা ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত। এটি একসময় বাংলার রাজধানী ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, খ্রিস্টপূর্ব প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সভ্য জনপদের বিকাশ ঘটেছিল। ২০১৬ সালে মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়।

রাষ্ট্রদূত মারি ম্যাসদুপিনের এই পরিদর্শন মহাস্থানগড়ের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বকে আরও এক ধাপ সামনে তুলে ধরবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত