বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
খুলনায় সেফটি ট্যাংকি থেকে গৃহবধুর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৭ PM
খুলনার ডুমুরিয়া উপজেলায় সেফটি ট্যাংকের মধ্য থেকে হাত-পা বাধা অবস্থায় গৃহবধূ নাসিমা বেগম (৪০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার ( ৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার ৩নং রূদাঘরা ইউনিয়নের খরসংগ গ্রামের একটি সেফটি ট্যাংকের মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তার স্বামী ইব্রাহিম মোল্লা তাকে হত্যা করেন। এ ঘটনায় শনিবার সকালে স্বামী ইব্রাহিম মোল্লাকে আটক করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি শেখ শাহজাহান শনিবার দুপুরে বলেন, পারিবারিক কলহের জের ধরে ইব্রাহিম মোল্লা তার স্ত্রীকে হত্যা করে সেফটি ট্যাংকের মধ্য লুকিয়ে রাখেন । সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় গৃহবধূ নাসিমা বেগমের হাত-পা বাধা অবস্থায় ছিলো। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ জানায়, নিহত নাসিমা বেগমের মেয়ে খাদিজা বেগম শুক্রবার ( ৩১ জানুয়ারি) বিকেলে ৫টার দিকে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে বাবা-মা কাউকে দেখতে না পেয়ে ডুমুুরিয়া থানাধীন ৩নং রুদাঘরা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ রুদাঘরা গ্রামে তার নানা বাড়িতে মায়ের খোঁজে যায়। নানা বাড়িতে তার মা না যাওয়ায় পুনরায় বাড়িতে এসে বিভিন্ন জায়গায় খোজ করতে থাকে। 

খোঁজাখুঁজির এক পর্যায়ে তাদের বাড়ির আঙ্গিনায় সেফটি ট্যাংকির উপরে নতুন কাদামাটি দেখে সন্দেহ হলে সেফটি ট্যাংকির মুখ উঠালে তার মায়ের পা দেখতে পায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ওই সময় গৃহবধুর স্বামী ইব্রাহিম মোল্লা পলাতক ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত