বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১ ফাল্গুন ১৪৩১
বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫
কারাগার থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ফারুক খানের ‘বিস্ফোরক’ স্ট্যাটাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১০ PM আপডেট: ০৩.০২.২০২৫ ৬:৪৮ PM
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানিয়েছেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান। কারাগার থেকে তিনি বলেছেন, শেখ হাসিনার জন্যই আজ আওয়ামী লীগের এই অবস্থা। 

আজ সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে তিনি বলেন, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্ত্বার সামনে দাঁড় করায়।’

স্ট্যাটাসে তিনি লিখেন, ‘অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবেনা। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’
কারাগারে বসে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের দাবি- দলীয় ঐক্যে ফাটল ধরাতে এবং কর্মীদের মনোবল ভাঙার অপচেষ্টা হিসেবে ফারুক খানকে দিয়ে জোর করে অথবা তার আইডি হ্যাক করে এই পোস্ট দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর গভীর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকা থেকে সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানকে গ্রেফতার করে র‍্যাব।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







সোস্যাল নেটওয়ার্ক

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত