রবিবার ২৩ নভেম্বর ২০২৫ ৯ অগ্রহায়ণ ১৪৩২
রবিবার ২৩ নভেম্বর ২০২৫
হাসিনা থাকলে নির্বাচনের জন্য আরও ৪ বছর অপেক্ষা করা লাগতো: নাহিদ ইসলাম
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৪:১৪ PM আপডেট: ২৮.০৭.২০২৫ ৬:৫৭ PM

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অনেকে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে প্রপাগন্ডা করার চেষ্টা করছে। আমরা নাকি নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছি, আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। গণ অভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নই দেখতে পারতেন না। যদি কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটাকে গণ অভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনা সরকারের অধীনে আপনারা নির্বাচনের জন্য চার বছর অপেক্ষা করতেন। 

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে জুলাই পদযাত্রা শেষে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির প্রধান সমন্বয়কারী লুৎফর রহমানের সভাপতিত্বে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে এই আন্দোলনকে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গিয়েছিলাম। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা ভোটাধিকার চাই, আমরা মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। কিন্ত আমরা বলেছি শুধু মাত্র ভোটাধিকারের মাধ্যমে, শুধুমাত্র এক সরকার থেকে আরেক সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোনো পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়, যদি অর্থনৈতিক, শিক্ষার, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র আমরা নিশ্চিত করতে পারি।
 
নাহিদ ইসলাম বলেন, আমরা এমন একটা সংসদ যদি তৈরি করতে পারি যেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে। যেখানে এক ব্যক্তি কেবল মাত্র প্রধানমন্ত্রীর কথায় পুরো রাষ্ট্র ও সরকার পরিচালিত হবে না। আমরা সেই সরকার, সেই রাষ্ট্র ব্যবস্থার জন্য নতুন দেশের জন্য কথা বলে যাচ্ছি। ফলে আপনাদের থেকে আমরা নির্বাচন বেশি চাই। আমরা সংস্কার চাই, বিচার চাই, নির্বাচন চাই এবং সর্বপোরি মানুষের ভাগ্য পরিবর্তন চাই।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা পথসভায় বক্তব্য রাখেন। 







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত