নেতাকর্মীরা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সব কমিটি স্থগিত করা হয়েছে। আজ রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ছাড়া সারা দেশের সব কমিটির কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হলো।
এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে রিফাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগির সিদ্ধান্ত জানানো হবে।
কেন দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে, এ নিয়ে স্পষ্ট কোনো কারণ জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়কসহ চারজন নেতা গ্রেপ্তার হওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেও দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ ও গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বৈষম্যবিরোধী আন্দোলন।