বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫ ৫ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১৯ জুন ২০২৫
কলাবাগানে মিলল শক্তিশালী ‘আর্জেস গ্রেনেড’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৪১ PM
ঝিনাইদহ শহরতলীর কোরাপাড়া এলাকার এক বাড়ির কলাবাগান থেকে একটি আরজেএস হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে যৌথ বাহিনী। 

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই এলাকাটি কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়।

জানা যায়, কোরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়ি লাল ফিতা দিয়ে সকাল থেকে ঘিরে রাখে সেনা সদস্যরা। সেনা সদস্যদের পাশাপাশি পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিল। তখন স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়।  
ঝিনাইদহ সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানান, গোপন সূত্রের খবর পেয়ে কোড়াপাড়া এলাকার বাদশা সিরাজীর বাড়ি ও বাগানে অভিযান চালিয়ে আরজেএস হ্যান্ড ৩৬ সিরিজের একটি অত্যাধুনিক গ্রেনেড উদ্ধার করা হয়। 

পরে যশোর সেনানিবাসের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গ্রেনেডটি বিস্ফোরণ ঘটায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত