চকবাজারের রহমতগঞ্জ এলাকায় চোরের ছুরিকাঘাতে এক নারীসহ দুই জন আহত হয়েছেন। তারা হলেন- গৃহিণী মৌসুমী খাতুন (৩৫) ও প্রতিবেশী কসমেটিক দোকান কর্মচারী সেন্টু মিয়া (২৫)।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। চকবাজার থানার এসআই হাসানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্থানীয়দের সংবাদের মাধ্যমেই সেখান থেকে গণধোলাইয়ের শিকার চোর মুক্তার হোসেনসহ আহত দুই জনকে চিকিৎসার জন্য আজ দুপুর ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। আহত ওই নারীর জরুরি বিভাগের চিকিৎসা চলছে। আহত সেন্টু ও গণধোলাইয়ের শিকার মুক্তারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতের স্বামী মুরগি ব্যবসায়ী খোকন মিয়া বলেন, রহমতগঞ্জ বড় মাঠের পাশে ছয় তলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় থাকেন তারা। মোক্তার হোসেন (২৫) নামের এক প্রতিবেশী রুমের মধ্যে ঢুকে চুরি করতে গেলে আমার স্ত্রী মৌসুমী খাতুন চিৎকার করলে তার পেটে ছুরিকাঘাতে আহত করে।
পরে দৌড়ে পালানোর সময় সেন্টু নামের প্রতিবেশী ওই চোরকে ধরতে গেলে তার ডান হাতের আঙ্গুলে ছুরিকাঘাত করে। সে সময় প্রতিবেশীরা মোক্তার হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।