বুধবার ২ জুলাই ২০২৫ ১৮ আষাঢ় ১৪৩২
বুধবার ২ জুলাই ২০২৫
ধানমন্ডি ৩২ ভাঙচুরে ছাত্রদল জড়িত নয়: নাছির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৭ PM
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ছাত্রদলের কোনো কর্মসূচি না বলে জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

৩২ নম্বরে হামলা ছাত্রদলে কর্মসূচি কি না সাংবাদিকেরা জানতে চাইলে নাসির বলেন, ‘না, এটি ছাত্রদলের কোনো কর্মসূচি না। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ক্ষুব্ধ জনতা ৩২ নম্বরে হামলায় জড়িত থাকতে পারে।’  

নাছির আরও বলেন, ‘এখনও সরকার ছাত্রলীগের কোনো শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো শক্তিশালী পদক্ষেপও নেয়নি, অনতিবিলম্বে দলটির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করতে হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে ‘মার্চ ফর জাস্টিস’ পালন করেছে ছাত্রদল। 

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা কলেজের প্রধান শিক্ষকের কাছে স্মারকলিপি প্রদান করেন ছাত্রদলের নেতারা। স্মারকলিপি প্রদানের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত