নোয়াখালীর চাটখিলের স্বৈরাশাসক আওয়ামীলীগের সাবেক পৌর মেয়র ভিপি নিজাম উদ্দিনের বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল বৃহস্পাতিবার রাতে ছয়ানী টবগা তার নিজ বাড়িতে দূবৃর্ত্তরা হামলা চালিয়ে ভাংচুর করে আগুন দিতে চেষ্টা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টায় খবর পেয়ে মসজিদে মাইকে এলান করার পর এলাকাবাসী ছুটে আসলে তাদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে এলাকার ৪জন ব্যক্তি আহত হয়। আহতরা হলেন, সামছু , মেহেদী হাসন, সজল ও শুরাইম।
আহত সামছু বলেন, দূবৃর্ত্তরা ১৫-২০ হুন্ডা রাতে হেলমেট পরে আসে। তারা হেলমেট পরা থাকায় আমরা তাদের চিনতে পারিনি। হেমার দিয়ে গেটের মুল তালা ভেংঙ্গে ফেলে এবং বাড়ির মূল দরজার লক হেমার দিয়ে ভেংঙ্গে ভিতরে প্রবেশের চেষ্টা করে। এছাড়াও সামনের দুই জানালার গ্লাসগুলো ভেংগে ফেলে দিয়ে যায়। চারদিকের লোকজন আসায় তারা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় একটি বাইক রেখে যায়।
ভিপি নিজামের বড় ভাই দিদার বলেন, ভিপি নিজাম দলমত নির্বিশেষে সবার সাথে ভালো সম্পর্ক ছিল।সে আওয়ামীলীগ করলেও সব দলের সাথে তার উঠা বসা ছিল। তাই এলাকাবাসী তাকে সহযোগীতা করেছে। উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম বলেন, এসব কর্মকান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন সম্পর্ক নেই। কে বা কারা এসব কাজ করেছে তার সুষ্ঠ তদন্ত করলেই বের হয়ে আসবে।
চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ চৌধুরী জানান, চাটখিল থানায় এখনো কেউ এ বিষয়ে কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।