শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত নারীর মাথাবিহীন লাশ
রংপুর ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৩ PM আপডেট: ০৮.০২.২০২৫ ৫:৩৬ PM
পীরগঞ্জ উপজেলার একটি মরিচক্ষেত থেকে এক নারীর মাথাবিহীন ও রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল উপজেলার চতরা ইউনিয়ন পরিষদের বড় বদনাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের সহকারী পুলিশ সুপার আসিফা আফরোজ।

অজ্ঞাত ওই নারীর পরিচয় জানা যায়নি। তার পরনে লাল রঙের জামা ও পায়জামা ছিল। তার বয়স ৩০ বলে ধারণা করছে পুলিশ।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ওই নারীর গলা থেকে মাথার পুরো অংশ কেটে নেওয়া হয়েছে। আশপাশে কোথাও তার মাথাটি পাওয়া যায়নি। রক্তাক্ত অবস্থায় লাশটি মরিচক্ষেতে পড়ে ছিল।

তিনি আরও বলেন, মাথাটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে লাশটির শরীরের অন্য কোথাও প্রাথমিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের লাশটি জন্য রংপুর পাঠানো হচ্ছে। অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত