বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫ ২০ অগ্রহায়ণ ১৪৩২
বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ২০২৫
টঙ্গীর ইজতেমা ময়দানে পুলিশ কর্মকর্তার মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৩৯ PM

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দায়িত্ব পালনকালে এনায়েত হোসেন (৪৮) নামে এপিবিএন পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মৃত এনায়েত হোসেন বরগুনা জেলা সদরের বাসিন্দা। তিনি ১০ এপিবিএন বরিশালে কর্মরত ছিলেন। ইজতেমা উপলক্ষে ময়দানের দায়িত্ব পালনের জন্য তিনি টঙ্গীতে আসেন।

পুলিশ জানায়, বিশ্ব ইজতেমার মাঠে শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত দায়িত্ব পালনে নিযুক্ত হন তিনি। সাড়ে পাঁচটার দিকে কর্তব্যরত অবস্থায় অসুস্থতা বোধ করলে তার সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এনায়েতকে মৃত ঘোষণা করেন। 

তিনি গত ২৮ জানুয়ারি থেকে পুবাইল থানাধীন হায়দরাবাদ রমণী কুমার পৈত উচ্চ বিদ্যালয়ে অবস্থান করে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ডিউটি করে আসছিলেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি স্বাভাবিক মৃত্যু। তাই পুলিশ সদস্যের লাশ বিনা ময়নাতদন্তে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত