ট্র্যাব অ্যাওয়ার্ড ২০২৫ জিতলেন বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রবিন রাফান উরফে ওবায়দুর রহমান। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে রবিবার (৯ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় ২৬ তম ট্র্যাব (টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অ্যাওয়ার্ড।
ট্র্যাবের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ তার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, "আজ আমাদের সংগঠন বিভিন্ন ক্যাটাগরিতে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের সম্মানিত করছে। এই সফল আয়োজনের পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে মোঃ গোলাম ফারুক মজনু মহোদয়ের, যাঁর প্রতি আমরা চিরকাল কৃতজ্ঞ। এছাড়া, যাঁরা আমাদের আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা মনোনয়ন প্রক্রিয়ায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখেছি। রবিন রাফানের কনটেন্ট শুধুমাত্র বিনোদনমূলক নয়, বরং তার বেশিরভাগ ভিডিও শিক্ষণীয় হওয়ায় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।"
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, রুনা খান, অভিনেতা মিশা সউদাগর, আজিজুল হাকিম সহ অন্যান্য অসংখ্য মিডিয়া ব্যক্তিত্ব, যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছেন।
পুরস্কার গ্রহণের পর, রবিন রাফান তার কনটেন্ট ক্রিয়েশন যাত্রা এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, “এটা আমার জন্য অসীম সম্মানের বিষয়। আমি কৃতজ্ঞ এবং প্রতিজ্ঞাবদ্ধ আরও উন্নতমানের কনটেন্ট তৈরি করার জন্য। এই পুরস্কার আমাকে আরও উচ্চতায় পৌঁছানোর জন্য বাড়তি প্রেরণা যোগাবে।”
রবিন রাফানের পাশাপাশি, অন্যান্য বিভিন্ন বিভাগে পুরস্কৃত হন আরও অনেক কনটেন্ট ক্রিয়েটর, এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের অবদানের কথা তুলে ধরেন। তারা রবিনের কনটেন্টের বৈশিষ্ট্য এবং স্বতন্ত্রতারও প্রশংসা করেন।
টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) বাংলাদেশের সাংবাদিকতা এবং মিডিয়া শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তাদের এই পুরস্কার অনুষ্ঠান শুধু মিডিয়া জগতের খ্যাতনামা ব্যক্তিত্বদের সম্মানিত করে না, বরং নতুন উদ্যোক্তাদেরও উৎসাহিত করতে সহায়তা করে।
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং শোবিজ জগতের বিশিষ্ট তারকারা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। রবিন রাফান, যিনি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তার কনটেন্টের জন্য একাধিক পুরস্কার লাভ করেছেন, এবার নতুন একটি অর্জন নিয়ে তার সফলতার ঝুলিতে আরও একটি পালক যুক্ত করলেন। এই পুরস্কার বাংলাদেশের কনটেন্ট নির্মাতাদের জন্য এক বড় উৎসাহের নিদর্শন এবং দেশের ডিজিটাল মিডিয়া খাতের বিকাশ ও অগ্রগতির একটি শক্তিশালী প্রমাণ হিসেবে গণ্য হবে।