মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
খুলনায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ১
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৬ PM
খুলনা মহানগরীতে ‘অপারেশন ডেভিল হান্টে’ অস্ত্র-গোলাবারুদসহ ইনসান শরীফ (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত ইনসান শরীফ সোনাডাঙ্গা ৩য় আবাসিকের মো. মোশারফ হোসেনরে ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার উদ্দেশ্যে নগরীর বাইপাস সড়কের মিঠু মটরস গ্যারেজের সামনে ইনসান শরীফ নামে এক সন্ত্রাসী অবস্থান করছে। এ সময় পুলিশের বিশেষ অভিযানে ইনসান শরীফকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সন্ত্রাসী ইনসানের কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনায় ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন ১ টি লাল রঙের Apache মোটর সাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইনসানের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে মামলা নং-০৮, সোমবার (১০ ফেব্রুয়ারি), ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনে 19(A) দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে সন্ত্রাসী ইনসান শরীফের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় ২টি হত্যা মামলাসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত