আন্দোলনে সরাসরি অংশ নেওয়া শিক্ষার্থীদের কমিটিতে স্থান না পাওয়ার অভিযোগ তোলে নতুন কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সিরাজগঞ্জ জেলার আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ এনে কমিটি বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থীরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল চারটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বরে অবরোধ শুরু করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ার অভিযোগ তুলে ওই কমিটি বাতিলের দাবি তুলেছেন শিক্ষার্থীদের একটি অংশ। দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরে সংবাদ সম্মেলন করে কমিটি বাতিলে ছয় ঘণ্টার আলটিমেটাম দেয় “জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্রসমাজ”। সেই সঙ্গে এই কমিটি প্রস্তুতের জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় উপস্থিত নবগঠিত আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়া ৩০ জন স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।
এ ব্যাপারে আন্দোলনকারী রাজিয়া সুলতানা বলেন, দালালদের দিয়ে এই কমিটি করা হয়েছে, এই জেলা কমিটি আমরা মানি না।
কমিটি বাতিলের দাবি বাস্তবায়িত না হওয়ায় সোমবার বিকেল চারটার দিকে আবারও মহাসড়ক অবরোধ করেন তারা। বিকেল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বিকেল পৌনে পাঁচটার দিকে বলেন, মহাসড়ক বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করায় দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। গতকালও এমন সমস্যার সৃষ্টি হয়েছিল। তবে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে।